পরিচালক কৃষিবিদ জনাব আহমেদ শাফী, বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম (দশম) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদান করে চাকুরী জীবন শুরু করেন। ২৭/১২/২০২২ খ্রি. তারিখে তিনি পরিচালক (ভারপ্রাপ্ত), বীজ প্রত্যয়ন এজেন্সী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চাকুরী জীবনে তিনি বীজ প্রত্যয়ন এজেন্সী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, ঢাকা অঞ্চল হিসেবে নিযুক্ত ছিলেন। Director Agriculturist Mr. Ahmed Shafi is a member of 10th BCS (Agriculture) Cadre. The first joining date in Govt. service is 11/12/1991. He took Charge of Director of SCA in 27/12/2022. সংক্ষিপ্ত পরিচিতি
|